নানারূপে সারদা
সুমনা সাহা
নবযুগধর্ম প্রবর্তক অবতারবরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ যাঁর সম্পর্কে বলেছিলেন, “ও আমার শক্তি”, তাঁর প্রধান বার্তাবহ, যুগাচার্য বিবেকানন্দ বলেছিলেন, “মা-কে তোমরা এখনও কেউই বুঝতে পারোনি”, রামকৃষ্ণ মঠ ও মিশনের সর্বপ্রথম সঙ্ঘাধ্যক্ষ, স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, “মায়ের কাছেই ব্রহ্মানন্দের চাবি”—সেই অনন্তরূপিণী জগজ্জননী সারদাদেবী সাদামাটা গ্রাম্য বেশে, অবগুণ্ঠনে আপন স্বরূপ ঢেকে অগণিত ভক্ত সন্তানের কাছে কেবল অপার স্নেহময়ী জননী রূপেই ধরা দিয়েছিলেন। তিনি সাক্ষাৎ মহামায়া হয়েও স্বেচ্ছায় মায়ার বাঁধনে ধরা দিয়ে সমগ্র মানবজাতির জন্য প্রাচীন আদর্শ ও নবীন সংস্কৃতির মিলনের সেতু রচনা করে গেছেন, আর নারীজাতির জন্য রেখে গেছেন প্রেম ও শক্তির সমন্বয়ে চিরন্তন মাতৃত্বের ছাঁচ। তাঁর লীলাবসানের পর থেকে যত দিন যাচ্ছে, মানুষ তত বেশি করে তাঁর ভাব ও আদর্শের প্রতি আগ্রহী হয়ে উঠছে। একবিংশ শতাব্দির গতিময় যাপন ও যান্ত্রিক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান হিংসা, প্রতিযোগিতা, অশান্তি, হানাহানি, ও মানসিক অস্থিরতায় দীর্ণ আধুনিক মানুষের কাছে আজ শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী হয়ে উঠছে শান্তির দিশা। আমাদের সমস্যাসঙ্কুল জীবনের সহজ সমাধান এই ‘যুগধর্মপাত্রী’র জীবনের নানা ঘটনার মধ্যে প্রচ্ছন্ন। নানা দিক থেকে, নানা আঙ্গিকে সেইসমস্ত মণিমুক্তো সন্ধানের প্রয়াস রয়েছে এই বইয়ের বিষয়বস্তুতে। নিবেদিতার ভাষায়, ‘শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত কলস’ শ্রীশ্রীমা। তাঁর জীবনের নানা দিগন্ত অনুধ্যানে আমরা নিস্নাত হবো সেই বিশুদ্ধ প্রেমে, খুঁজে পাব শান্তি ও আনন্দের শাশ্বত আশ্রয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.