নতুন ভোর
দেবাশীষ সিংহ
প্রচ্ছদ:- সুপর্বা দাস
"বিচিত্র এই সংসারে সময়ের প্রভাবে কি ঘটে আর কি ঘটে না তা কেউ বলতে পারে না।সময়ের প্রভাবে ও খেলায় মানুষ একদিকে যেমন পুতুলের মতো নাচতে থাকে আবার আরেক দিকে এক অসহায় নিঃসঙ্গতায় নিজের শূণ্যতাকে প্রকট করে তোলে নিজেরই কাছে, অপেক্ষা করে কবে পূর্ণ হবে তার সেই শূণ্যতা।সময়ের প্রভাব থেকে বেরিয়ে এসে এই শূণ্যতাকে তখনই পূর্ণ করা সম্ভব যখন মানুষ তার আপন ইচ্ছায় মানসিক ভাবে বলীয়ান হয় অথবা কোনো মহাপুরুষকে ক্রমাগত অনুকরণ ও অনুসরণ করে চলে একমনে, একভাবে। প্রকারান্তরে এটাও সময়ের এক অদ্ভূত খেলা যা কপালের জোর নামে পরিচিত।
নানা জায়গার,নানা অবস্হার ছিন্নমূল মানুষ যখন একসাথে সবার রঙে রঙ মিশিয়ে চলতে থাকে তখনই সংসারে বর্ণালী বা রামধনু দেখা যায়, অজানা অনন্তের মাঝেও শান্তি, আনন্দ ও ভালোবাসা জেগে ওঠে।সেই শান্তি ও আনন্দের রামধনুর আশায় কোনো এক ভোরে সুরকে সঙ্গী করে কলম ধরলাম। "- লেখক
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি