নীরবে তোমায় দেখি
অর্পিতা সরকার
'নীরবে তোমায় দেখি' মূলত প্রেমের গল্পের সংকলন। দশটি বড় গল্প স্থান পেয়েছে এখানে। প্রেম বা ভালোবাসা দুটো শব্দ হলেও, অনুভূতি কিন্তু একই। যদিও এই দুটো শব্দ নিয়ে বাংলাসাহিত্যে বেশ বিতর্ক রয়েছে। অনেকের মতে, পূর্বরাগ আর প্রেম কিছুটা সমার্থক, আর ভালোবাসার গভীরতা নাকি প্রেমের থেকে অনেক বেশি। আবার অনেকে বলেছেন, প্রেম আর ভালোবাসা সমার্থক শব্দমাত্র। তাই এই বিতর্কে না গিয়ে একটা কথাই বলেতে পারি, এ এক অদ্ভুত ব্যাখ্যাহীন উপলব্ধি। ভালোবাসা আপেক্ষিক না চিরস্থায়ী সেটা বলবে 'নীরবে তোমায় দেখি'র চরিত্ররা। গল্পের কোনো চরিত্র হয়তো প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী। আবার কারোর মতে, প্রথম প্রেমই শেষ প্রেম নয়। যাকে ভালোবাসার পরে মনে হবে নিঃস্ব হয়েও জিতে গেলাম, সেটাই হল আসল ভালোবাসা। সম্পর্কের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো একেক রকম ভাবে প্রকাশ পেয়েছে বিভিন্ন গল্পে। সব সম্পর্কের নির্দিষ্ট সংজ্ঞা হয় না, কিছু সম্পর্ক রয়ে যায় সংজ্ঞাহীন ভাবেই। তবুও ভালোবাসা নামক আপেক্ষিক বা চিরস্থায়ী উপলব্ধিটি ধীরে ধীরে নিজের স্থান করে নেয় মানুষের মনে। 'নীরবে তোমায় দেখি'র প্রতিটা গল্প ভালোবাসার আলাদা আলাদা অনুভূতির কথা বলবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.