প্রায় সাড়ে তিনশ বছর আগের কথা। দাক্ষিণাত্যের এক বাজারে বিক্রি হয়ে গেল অতি দরিদ্র এক দশ বছরের বালক সূর্য নারায়ণ মিশ্র। এর প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় পরে সেই বালকটিই বাংলার মসনদে এসে বসলেন মুর্শিদকুলি খাঁ হয়ে। চমকপ্রদ এই উত্থান। ঠিক তেমনই চমকপ্রদ পলাশীর যুদ্ধের পর সিরাজপুত্রের অতি গোপনে, একরকম নিঃশব্দে জনারণ্যে মিশে যাওয়া। যেন জনসমুদ্রের আবর্ত থেকে চূড়ায় উঠে তরঙ্গভঙ্গের কালে আবার সেই সমুদ্রের মাঝে আত্মবিলোপে একটি বৃত্ত সম্পূর্ণ হল৷
ইতিহাস কী শুধু
রাজারানির গল্পই বলে? না, ইতিহাস তো সাধারণ মানুষের কথাও বলে। ইতিহাসের পরতে পরতে একদিকে মিশে থাকে কত বিদ্রোহ, ষড়যন্ত্র, প্রতিশোধ আর প্রতিহিংসার কাহিনি। আবার অন্যদিকে কখনও কখনও অতি সাধারণ মানুষের কিছু অসাধারণ প্রয়াসও নিজেই একদিন হয়ে ওঠে ইতিহাস।
এইরকমই দশটি অবিস্মরণীয় ঐতিহাসিক গল্পের বর্ণময় সম্ভারে সাজানো ‘রাজা, রাজদ্রোহী ও সন্ন্যাসী'। এখানে গল্প আর ইতিহাস হাত ধরাধরি করে সাবলীল ছন্দে বয়ে গেছে পরিণতির দিকে। বইটি পাঠকমনকে তৃপ্তি দেবে নিঃসন্দেহে।