এই সংকলনের অন্তর্গত কুড়ি জন লেখকই এই শতাব্দীর প্রথম দুটি দশক জুড়ে লিখছেন। ভাষা, শৈলী, আখ্যান
নির্মাণ, দৃষ্টিভঙ্গী ও অন্তরবীক্ষণের যে নতুন ও স্বতন্ত্র যাত্রাপথ নির্মিত হয়েছে লাতিন আমেরিকার সাম্প্রতিক
কথাসাহিত্যে বিশেষ করে ছোটগল্পের অত্যন্ত নিরীক্ষণধর্মী পরিসরটিতে, তার গুরুত্বপূর্ণ কারিগর এরা
প্রত্যেকেই। এই সময়ের লাতিন আমেরিকার ছোটগল্পের উন্মুক্ত মানচিত্রটিকে কিছুটা হলেও ছুঁয়ে দেখা যাবে
এই গল্পগুলোর মধ্য দিয়ে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি