ঔপনিবেশিক আমলে চিরস্থায়ী বন্দোবস্ত ও মুর্শিদাবাদের জমিদার ১৭৯৩-১৮৮০
সাগর সিমলান্দী
চিরস্থায়ী বন্দোরস্থ কিভাবে গ্যংলাদেশের ভূস্বামী ও চিরাচরিত জামিয়্যা শ্রেণী এবং কৃষক সমাজের উপর, কী ধরনের প্রভাব বিস্তার করে ছিল সে কথা আমাদের অজানা নয়। কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত মুর্শিদাবাদের জমিদার শ্রেনীকে কতটা প্রভাবিত করেছিল, কতটা জামাতা প্রদান করেছিল এবং সেই সঙ্গে ছোট ছোট জমিদারদের জমিদারী কেড়ে নিয়ে কিভাবে এক নতুন জমিদার শ্রেনীর সৃষ্টি করেছিল তা নিয়ে খুব বেশি আলোচনা যেমন হয়নি, তেমনি ঐতিহাসিক গবেষণাও তুলনামূলকভাবে এম। বিশেষকরে এই প্রশ্নে মূল প্রতিপাদ্য বিষয় রূপে উঠে এসেছে মুর্শিদাবাদের অন্তর্গত লালগোলার ক্রমিনার, কাশিমবাজাবের ছোট ও বড় জমিদার, নশীপুর জমিদার ও তাপী জমিলারদের করা মুশিদায়েরের এই সমাজ বড় জমিদারগুলি বিভাবে চিরস্থায়ী বন্দোবস্তের প্যার উপনিবেশিক শাসন ও শাসকদের সঙ্গে সখ্যতা বজায় রেখে নিজেদের জমিলরী টিকিয়ে রেখেছিলেন তার উত্তর খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। তাছাড়া এই জমিদার গুলি লিভাবে প্রজাপীড়ক ও প্রজাপালক, প্রজাগপ্ল্যানকামী কাজ কর্ম করে নিজেদের ক্ষমতায় টিকিয়ে রেখে প্রজাদের কাছ দেকে সম্ভ্রম ও সম্মান আদায় করেছিলেন তার চিত্রও এই গ্রন্থে স্থ যথাযথ ভাবে প্রতিফলিত হয়েছে। মুর্শিদাবাদের এই জমিদার শ্রেণীর মধ্যে স্ববিরোধিতা মিল, কখন্যে তাঁরা ব্রিটিশদের একান্ত অনুগত আবার কখনো তাঁরা ব্রিটিশ বিরোধী, কখনো তাঁরা স্বাধীনতাকামী, একই অসে বহরাণ, প্রস্তুতি নিয়েই এই গ্রন্থের আলোচনা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি