হিন্দু মহাসভার সংজ্ঞা মোতাবেক ভারতবর্ষ-জাত যে-সকল ধর্ম, সেইসব ধর্মসম্প্রদায়ের মানুষ হিন্দু। অর্থাৎ, জৈন, বৌদ্ধ, শিখ, ব্রাহ্ম, প্রকৃতি উপাসক— এরা সকলেই বৃহত্তর হিন্দুসমাজের অংশ। একই সংজ্ঞা অনুসারে, ইসলাম ধর্ম ও খ্রিস্টধর্ম ভারতবর্ষ-জাত না হওয়ায় সেইসব ধর্মের মানুষ হিন্দু হতে পারে না। এভাবে একেবারে শুরুতেই বিভাজন রেখা টানা হয়।
মহাসভা প্রথমে নিজেকে সমাজ সংস্কারক সংগঠন হিসেবে পরিচয় দিত। এরপর হিন্দুস্বার্থ সুরক্ষিত রাখতে তারা রাজনীতিতে প্রবেশ করে। হিন্দুস্বার্থ সুরক্ষিত রাখা ক্রমে মুসলিম বিরোধিতায় পর্যবসিত হয়। তিরিশের দশকে মহাসভার মঞ্চ থেকে সভাপতি সাভারকর প্রচার করেন তাঁর হিন্দুত্বের তত্ত্ব। এভাবে হিন্দুরাষ্ট্র গঠনের রূপরেখা গড়ে ওঠে।
মহাসভা হিন্দুস্বার্থ ঠিক কতটা রক্ষা করতে সফল হয়, কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক, স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা, দেশভাগে তাদের ভূমিকা ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ বিষয় এই গ্রন্থে খতিয়ে দেখা হয়েছে। সমন্বয়বাদী ভারত ভাবনার বিকল্প হিসেবে যে-হিন্দুভারতের তত্ত্ব বর্তমানে প্রচার করা হচ্ছে, তা বুঝতে গেলে অতীত আলোচনাটা জরুরি। সেটার চেষ্টা এই গ্রন্থে করা হয়েছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.