বিশ্বের প্রত্যেকটা মুহূর্তেই তৈরি হচ্ছে ভিন্ন ভিন্ন গল্প। গল্পের পরিসর তাই অনন্ত। একমাত্র অনুবাদই পারে ভাষা সাহিত্যের গণ্ডি অতিক্রম করে সব ধরনের পাঠকের কাছে সেই সব গল্প পৌঁছে দিতে। সেই উদ্দেশ্যে ভাষা সংসদের এবারের প্রয়াস “পাঁচটি মহাদেশের পনেরো টি গল্প”। ভাষান্তর করেছেন গবেষক,লেখক শ্রী সৌমিত্র চৌধুরী
বই:- পাঁচ মহাদেশের পনেরোটি গল্প
অনুবাদ:- ড. সৌমিত্র চৌধুরী