পরকীয়া
রাখালদাস বন্দ্যোপাধ্যায়
ইতিহাসের অন্দরে সাহিত্যের অন্বেষা, প্রত্নতত্ত্ববিদের কলমে সমাজ-চেতনার রূপরেখা—
রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বিস্ময়কর ‘পরকীয়া’ এবার গ্রন্থিত।
"আমি কেবল ইতিহাস-প্রত্নতত্ত্ব নিয়ে কথা বলব—এ কথা যাঁরা মনে করেন, তাঁরা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেন,"—এই আপসহীন উচ্চারণে যিনি নিজ চেতনায় ইতিহাস, সাহিত্য ও সমাজতত্ত্বকে একসূত্রে গেঁথে দেখতে চেয়েছেন, সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়-এর বিস্মৃতপ্রায় অথচ অনন্যসাধারণ প্রবন্ধ-শ্রেণি 'পরকীয়া'—প্রথমবারের মতো গ্রন্থাকারে।
প্রাচীন ভারতের মৌর্যযুগ থেকে শুরু করে মধ্যযুগের সাহিত্য, বাৎসায়নের কামসূত্র থেকে বৈষ্ণব পদাবলীর হৃদয়ঘন পরকীয়াবাদ পর্যন্ত—সমাজের গোপন অথচ দৃঢ় সত্যের অন্বেষায় এই রচনাগুলি ইতিহাস ও সাহিত্যের সেতুবন্ধন।
‘বাসন্তী’ পত্রিকার দুর্লভ, বিস্মৃতপ্রায় এই রচনাগুলিকে পুনরুদ্ধার করেছি আমি,গ্রন্থ ভূমিকা লিখে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন বিশিষ্ট লেখক ও অধ্যাপক কুন্তল মিত্র মহাশয়।বিলুপ্ত উদ্ধারও এক ধরনের সৃষ্টি। এই গ্রন্থ সেই সৃষ্টির অনুপম নিদর্শন।
----প্রকাশক
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি