পায়ে পায়ে ধুলো মেখে
মণীশ মিত্র
ভারতবর্ষের সংস্কৃতিক রাজধানী কলকাতার কেন্দ্রে ধারাবাহিকভাবে থিয়েটারের চর্চা করতে করতে মণীশ মিত্র বারবার যাত্রা করেছেন শহর থেকে গ্রামে, কেন্দ্র থেকে প্রান্তিকে, মিলিত হয়েছেন লোক শিল্পীদের সাথে। মিলিত হয়েছেন প্রান্তিক শ্রেণীর মানুষদের সাথে। না, পর্যটকদের মতন করে নয়, বহিরাগত বন্ধুর মতন করেও নয়, অন্তরঙ্গ আত্মীয়ের মতন করে। এবং সেই যাপনের মধ্য থেকে উদ্ভব হয়েছে নতুন নাট্য ভাষার, উদ্ভব হয়েছে তার নিজস্ব থিয়েটার ল্যাঙ্গুয়েজ বা নাট্যভাষের।
কখনো বারাউনিতে বা মুকামায়, কখনো বা
গঙ্গার ধারে কুষ্ঠ রোগীদের মেলায়, কখনো শশ্মানে ন্যাড়াপোড়ায়, কখনো দোলের উৎসবে। কখনো মণিপুর, কখনো কর্ণাটক, কখনো কেরেলা, কখনো মহারাষ্ট্র। শুধু শহর থেকে শহরে নয়, গ্রাম থেকে গ্রামের অভ্যন্তরে ঘুরে বেরিয়েছেন মণীশ মিত্র তার দলবল নিয়ে। তার মধ্য দিয়ে ঘটেছে নানান অভিঘাত। সেই সমস্ত অভিজ্ঞতা অভিঘাত একটা মলাটের মধ্যে ধরা সহজ কাজ নয়, তবুও পায়ে পায়ে ধুলো মেখে, মূল প্রবন্ধটিকে সার করে, মণীশ মিত্র-র নাট্য জীবনের নানান দিকের উদ্ভাস ধরার চেষ্টা করা হলো এই গ্রন্থে।