রবীন্দ্রপ্রসঙ্গ মাসিক বসুমতী
প্রণতি মুখোপাধ্যায়
রবীন্দ্র সমসাময়িক বাংলা ভাষায় প্রকাশিত পত্রপত্রিকায় রবীন্দ্রনাথের কোনো লেখা নেই এটা প্রায় অসম্ভব। নিদেনপক্ষে গড়িমসি করেও দু-লাইনের আশীর্বানীটুকুতেও যেন একটা কবিতা খুঁজে পাওয়া যায়। ‘বসুমতী’ পত্রিকা তখন বাংলা সাহিত্য-শিল্প-সংস্কৃতি চর্চার একটি বহুল প্রচারিত জনপ্রিয় সংবাদপত্র। তারপর একে একে আমরা পেলাম—সাপ্তাহিক থেকে মাসিক ও বার্ষিক সংকলনও।
বিশেষ করে ‘মাসিক বসুমতী’ বলতে গেলে সবার মন দখল করে নিয়েছে, বাড়িয়ে দিয়েছে পাঠকের তৃষ্ণা—সেই তৃষ্ণা নিবারণে কখনও কখনও রবীন্দ্রনাথ ঠাকুরও কলম ধরেছেন। ‘মাসিক বসুমতী’-তে রবীন্দ্রনাথের প্রকাশিত লেখা ও রবীন্দ্র প্রসঙ্গ লেখার এবং সেই সূত্রে চিঠিপত্রে ও অন্যান্য লেখা প্রসঙ্গে যাদের নাম উচ্চারিত হয়েছে তাদেরও পরিচয় লিপি পাওয়া যাবে বইটিতে। সাহিত্য সংসদের ‘রবীন্দ্র বিষয়ক’ নানা গ্রন্থের মধ্যে রবীন্দ্র প্রসঙ্গ–মাসিক বসুমতী একটি অনবদ্য সংযোজন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি