বঙ্কিম মননে : উত্তর-উপনিবেশ চেতনা
সম্পাদনা : সতী চট্টোপাধ্যায়
বঙ্কিম জন্ম শতবর্ষে বঙ্কিম গবেষক সরোজ বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেছিলেন যে, বঙ্কিম প্রতিভাকে নতুন ভাবে পরিগ্রহণ জরুরি ছিল, কিন্তু 'কেন জানি না আমরা এখন পর্যন্ত তা করিনি'।
বঙ্কিম গবেষণার সাম্প্রতিক চর্চায় বঙ্কিম মানসে নানান বৈপরীত্য আলোচিত হয়ে চলেছে। দ্বিধাদীর্ণ বঙ্কিম মানস আধুনিক মননের সগোত্র বলে স্বীকৃত হয়েছে। এই সকল বিশ্লেষণে যে কটি বৈপরীত্য বা দ্বন্দ্বের ক্ষেত্র অনালোচিত, স্বল্প-উল্লেখিত রয়েছে, তার একটি হল ভারতে ইংরেজ শাসনের এবং পাশ্চাত্য অভিঘাতের কল্যাণকর আর অ-কল্যাণকর দিক বিষয়ে বঙ্কিমচন্দ্রের ভাবনা।
বঙ্কিম উপনিবেশিত ভারতের ইতিহাস-সচেতন সুবেদী চিন্তক। তাঁর মিশ্র জটিল উপনিবেশ অভিজ্ঞতায় এবং ভাবনায় গ্রহণ-বর্জনের বৈপরীত্য আর আত্তীকরণে সমাধান, যদি কিছু থাকে, এ সবের নিবিষ্ট অধ্যয়ন জরুরি। সেই প্রয়াসে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বঙ্কিম-রচনার এই নির্বাচিত সংকলন। ভূমিকায় উপস্থিত আছে Edward Said পরবর্তী উত্তর উপনিবেশ সংস্কৃতি চর্চার সংক্ষিপ্ত রূপরেখা। সংকলনে অন্তর্ভুক্ত বঙ্কিম-রচনার নির্বাচিত অংশ তরুণ ও পরিণত বয়সের বঙ্কিম-ভাবনাকে এক সূত্রে গ্রথিত করে দেবে; বঙ্কিম প্রতিভাকে নিজ সময়ের সঙ্গে নতুনভাবে, নতুন অর্থে অন্বিত করে দেবে; উত্তর উপনিবেশ চর্চার ক্ষেত্রে বঙ্কিম মননের সংবেদী উপস্থিতি নিশ্চিত করে দেবে। একুশ শতকের পাঠক-গবেষকের কাছে বঙ্কিমকে পৌঁছে দেবে নতুন অবয়বে।
প্রসারিত হবে নতুন ভাবে বঙ্কিম প্রতিভাকে পরিগ্রহণের পাঠ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি