রক্ত ফলক
ইন্দিরা দাশ
টিমটিম করে জ্বলতে থাকা একটা নীলচে আলোয় ভরা ঘর। ঘরের ঠিক মাঝখানে একটি টেবিল। সেখানে রাখা ট্রে'তে একটা রক্তের ব্যাগ রাখা আর তার সাথে ফ্লেবোটমির উপকরণ রয়েছে। ব্যাগটা প্রায় রক্তে ভর্তি। টেবিলের ঠিক পাশে একটা ইজি চেয়ার দেখা যাচ্ছে এবং সেখানে কেউ গা এলিয়ে রয়েছেন। পুরো মানুষটাকে না দেখা গেলেও এটা বোঝা যাচ্ছে যে তিনি একজন মহিলা যার হাতে হাইপোডারমিক নিডল বেঁধার চিহ্ন স্পষ্ট। শিরা থেকে তখনও চুঁইয়ে রক্ত পড়ছে। এদিকে শহরে একজন তরুণীর মৃতদেহ আবিষ্কৃত হয়। তদন্তে দেখা যায় শরীরে রক্তশূন্যতাই মৃত্যুর কারণ। অনুসন্ধানে নেমে রোহিণী বাগচী বুঝতে পারেন যে এটি একটি হত্যাকাণ্ড, কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হল, মৃতার শরীরে কোনও defensive wound নেই এবং তরুণী পাঁচ সপ্তাহের অন্তঃসত্ত্বা। তাহলে কি ঐ তরুণী স্বেচ্ছায় আততায়ীর হাতে নিজেকে সঁপে দিয়েছিলেন? কিন্তু কেন?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি