রামদানার রূপকথারা
চিন্ময় নাথ
প্রচ্ছদ : একতা
এ কাহিনির শুরু কলকাতার একটি মিডিয়া হাউজ থেকে। সংস্থার ডামাডোল অবস্থা তখন। এই অবস্থার মধ্যেই শুভমবাবুর ফোন আসে বাউণ্ডুলে এক সাংবাদিকের কাছে। জুন মাস থেকে কাহিনি গড়ায় অক্টোবর মাসে। পুজোর মুখে হাউজ পলিটিক্সের শিকার হয়ে সেই সাংবাদিক বদলি হয়ে যায় আগরতলা। বাধ্য হয়ে সে চাকরি ছাড়ার নোটিস দিয়ে পিঠে রুকস্যাক আর হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে। সামনে অনিশ্চিত জীবন। তাঁর সঙ্গী হয় শুভমবাবু আর প্রণব। তাঁদের চলার পথের সূত্র ধরে এগিয়ে চলে কাহিনি। এ জার্নির গল্পে ছড়িয়ে আছে যোশিমঠ,বদ্রীনাথ, ভারতের শেষ গ্রাম মানা হয়ে বসুধারা। তারপর হেলাং,লেয়ারি, উর্গম উপত্যকা হয়ে দেবগ্ৰাম। যেখানে ফসলের ক্ষেতে আগুন ঝরায় পাকা রামদানার দল। জন্ম নেয় রূপকথার কাহিনি। কাহিনি টেনে নিয়ে যায় পঞ্চম কেদার কল্পেশ্বরে। এ পথ চলার গল্পে ছড়িয়ে রয়েছে মহাভারত ও পুরাণের নানান অজানা কাহিনি। পথ চলতে গিয়ে কখনও ভবঘুরে সাংবাদিক ও তাঁর দুই সঙ্গী জড়িয়ে পড়েছেন সম্পর্কের মায়ায়। আবার পিছুটান ছিড়ে এগিয়ে যেতে হয়েছে পাহাড়ি পথে। মিডিয়ার অন্ধকার দিক ও পাহাড় চড়ার নানান ঘটনা সমান্তরাল ভাবে এগিয়েছে এই জার্নির গল্পে। সঙ্গে নিরাভরণ প্রকৃতির সাবলীল বর্ণনা। জায়গার ইতিহাস। নানান সম্পর্কের মানসিক টানাপোড়েন। সব মিলিয়েই ফিকশনের মোড়কে ডানা মেলেছে এই উপন্যাস "রামদানার রূপকথারা"।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি