সন্দেশ – দ্বিতীয় বর্ষ
"সন্দেশ" — বাংলা শিশুসাহিত্যের অগ্রদূত বললে অত্যুক্তি হয় না।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদনায় শুরু হওয়া সচিত্র মাসিক পত্রিকা 'সন্দেশ' ছিল চিরকালীন বাংলা শিশুসাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী প্রকাশনা।
একাধারে শিক্ষামূলক লেখা, সঙ্গে কল্পনার উড়ান আর সৃজনশীল জগতের এক অপরূপ সংমিশ্রণ বাংলা শিশু সাহিত্যের এক নবজাগরণ ঘটায়।
২২ নম্বর সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে শুরু হওয়া 'সন্দেশ'-এর যাত্রা, লক্ষ্মী প্রিন্টিং ওয়ার্কস-এর ছাপায়, হয়ে উঠেছিল ছোটদের জন্য এক আকর্ষণীয় পৃথিবী। ছড়া, রূপকথা, লোককথা, পুরাণ, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, জীবনী, ভ্রমণকাহিনি কিংবা আবিষ্কারের গল্প— শিশুসাহিত্যের এমন কোনো শাখা ছিল না, যেখানে 'সন্দেশ'-এর ছোঁয়া পৌঁছায়নি।
গুপিগাইন, বাঘা বাইন, বোকা জোলা, ঘ্যাঁঘাসুর প্রভৃতি চরিত্র উপেন্দ্রকিশোরের সৃষ্টিশীলতার এমন নিদর্শন, যা আজও সমানভাবে জনপ্রিয় ও প্রাসঙ্গিক।
শুধু বিষয়বস্তুর বৈচিত্র্য নয়, চিত্রাঙ্কন, অলংকরণ ও ছাপার শৈলীতেও 'সন্দেশ' ছিল অনন্য। আন্তর্জাতিক মানের মুদ্রণ ও নান্দনিক বিন্যাস পত্রিকাটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।
ঊনবিংশ শতকের সমাজ ও সাহিত্য জাগরণের আবহে 'সন্দেশ' ছিল এক আলোকবর্তিকা, যা বাংলা শিশুসাহিত্যের পথপ্রদর্শক হয়ে উঠেছিল।
পারুল প্রকাশনীর উৎসাহে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঐতিহ্য সন্দেশ কে আবার পাঠকের দরবারে হাজির করেছে, শিশুমনে বাঙালিয়ানার চিরন্তন ছাপ রাখার জন্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি