সাথে যারা এসেছিল
অলক মণ্ডল
বইয়ের কথা :
রবীন্দ্রনাথ বিশ্বনাগরিক। তিনি দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিভাধর উজ্জ্বল ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। বিশেষ করে বিভিন্ন বাঙালি ব্যক্তিদের সঙ্গে তাঁর যে গভীর মধুর সম্পর্ক ও হৃদ্যতা গড়ে উছেছিল আলোচ্যগ্রন্থে সেসব কাহিনী তথ্যসমৃদ্ধ সহকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে লেখকের প্রয়াস প্রশংসনীয়। আলোচ্য প্রবন্ধ নিবন্ধগুলির মধ্য দিয়ে বিশ্বকবি যেমন আমাদের সামনে উন্মোচিত হয়, তেমনি রবীন্দ্রনাথ নতুন করে আবিষ্কৃত হন। রবীন্দ্রনাথকে নিয়ে জানার তো শেষ নেই। সুধী পাঠকগণ এ গ্রন্থ থেকে রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। এই সংকলনটি ইতিহাস তথা সময়ের দলিল হিসেবেও চিহ্নিত হয়ে থাকবে।
লেখক পরিচিতি :
অলক মণ্ডলের জন্ম ১৯৬২ সালের ৭ মে দক্ষিণ ২৪ পরগণা জেলার ফলতা থানার অন্তর্গত মাতুলালয় মাখনা গ্রামে। পৈতৃক বাসস্থান ওই থানার কৈখালি গ্রামে। নব্বই দশক থেকে সরকারি চাকুরির পাশাপাশি বিভিন্ন সাময়িক পত্রপত্রিকায় সমকালীন সাহিত্য, জীবন, ইতিহাস প্রভৃতি নিয়ে গবেষণামূলক প্রবন্ধ-নিবন্ধ লিখে চলেছেন। ইতিমধ্যে প্রকৃতিপ্রেমিক কালজয়ী কথা সাহিত্যিক বিভূতিভূষণকে নিয়ে তাঁর দুটি গবেষণাগ্রন্থ (নানা রঙের বিভূতিভূষণ ও দেবযানের সাধককবি বিভূতিভূষণ) প্রকশিত হয়েছে ও সুধীজনের প্রশংসা লাভ করেছে। এছাড়া আরও শতাধিক প্রবন্ধ-নিবন্ধ অগ্রন্থিত অবস্থায় আছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.