সেই ফুলের দল
অভীক মুখোপাধ্যায়
ভারতের রাজনৈতিক ইতিহাস ঘটনার ঘনঘটায় ভরা। কিন্তু ক্লাসের পড়ার বইয়ের পাতায় সেই ইতিহাস স্বাধীনতার দোরগোড়ায় এসে থমকে দাঁড়ায়। প্রশ্ন জাগে: তারপর? স্বাধীনতার প্রায় পঁচিশ বছর আগে থেকে শুরু করে স্বাধীনতার পরের প্রায় ছয় দশক সময় ধরে দক্ষিণপন্থী রাজনীতিকে কেন্দ্র করে জমে ওঠা সেই ইতিহাস নামক মৌতাতই এবার সুবৃহৎ আকারে দু'মলাটের মধ্যে আপনাদের হাতে আসতে চলেছে। তারই নাম 'সেই ফুলের দল'।
ইতিহাসে ঘটে যাওয়া ঘটনা সবার কাছে একই হলেও নিজ নিজ দৃষ্টিকোণ অনুসারে তাদের ব্যাখ্যা এক এক ধরণের হয়ে থাকে। সেদিক থেকে বলতে গেলে সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিকোণ থেকে ভারতের এক মহাপর্বের রাজনৈতিক ইতিহাসকে তুলে আনার ফলে এই বই হয়ে উঠেছে একটি জ্বলন্ত তমসুক।
অভীক মুখোপাধ্যায়ের শক্তিশালী কলমে বাংলা নন-ফিকশনের জগতে একটি নতুন তথা অনণুকরণীয় ধারার জন্ম হয়েছে। তথাকথিত নীরস ইতিহাসকে সহজ গল্পের ছলে পাঠকের বুকের প্রকোষ্ঠ, মনের মণিকোঠায় প্রবেশ করিয়ে দিতে অভীক যে সিদ্ধহস্ত, তা পরীক্ষিত এবং প্রমাণিত। এবার রাজনৈতিক ইতিহাসের অক্ষবাটে মত, অমত, সত্য, অনৃত, তথ্য আর তত্ত্বের প্যাঁচ কষতে এসেছে 'সেই ফুলের দল'।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.