"ইতিহাসের ছাত্র হিসাবে উপকরণকে হারিয়ে যেতে দেওয়া কে আমি ‘পাপ' বলে মনে করি। তাই আমার অগ্রজের সমস্ত রকমের আপত্তি সত্ত্বেও এই বই আজ দিনের আলোর সামনে হাজির করবার স্পর্ধা দেখালাম একমাত্র ইতিহাস সংরক্ষণের স্বার্থে। আমার বিশ্লেষণে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তার যাবতীয় দায় আমার। আর এই বিশ্লেষণ যদি ধর্মান্ধ সম্প্রদায়িক শক্তি এবং প্রতিযোগিতামূলক সম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটি মানুষকেও লড়াইয়ের ময়দানে নতুন করে উদ্বুদ্ধ করে, এই অন্ধকার কালো অমানিশা ভেদ করে একটা লাল টুকটুকে দিন আনবার জন্য যদি কোনো মানুষকে নতুন করে উৎসাহ প্রদান করে, তার গোটা কৃতিত্ব আমার অগ্রজ মহম্মদ সেলিমের।"- গৌতম রায়
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.