শঙ্খ ঘোষ : আলাপে উদ্ধৃতিতে
আলাপে সম্পাদনায় : অনুপ বন্দ্যোপাধ্যায়
গদ্য-পদ্যের মধ্যে ছন্দগত,শব্দগত পার্থক্য কতটা? ভাষা,সমাজ ইত্যাদি বিষয়ক তার কী দৃষ্টিভঙ্গি? এমনই দেড়শোর বেশি প্রশ্নের উত্তর রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটিকে কবি শঙ্খ ঘোষের দীর্ঘতম সাক্ষাৎকারের গ্রন্থ বললেও অত্যুক্তি হবে না। প্রতিটি কাব্যগ্রন্থের রচনাকাল, প্রকাশকাল, মোট কবিতা সংখ্যা এবং অমূল্য ২০০টি কবিতা উদ্ধৃতির সাথে কোন কোন বিষয়ে কতগুলি প্রবন্ধ লিখেছিলেন এর উত্তরও রয়েছে এই গ্রন্থে। রয়েছে ১৯৫৭,১৯৫৮ ও ১৯৭০ এ কবি সুভাষ মুখোপাধ্যায় কে কবি শঙ্খ ঘোষের নিজের হাতে লেখা চারটি চিঠি ও দুটি দুর্লভ ছবি।