ষষ্ঠাংশবৃত্তি
শুদ্ধেন্দু চক্রবর্তী
প্রচ্ছদ : হিরণ মিত্র
বাংলাভাষায় পোয়েট্রিথেরাপির উপর প্রথম এবই।
পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ।
মনোচিকিৎসায় কবিতাথেরাপি বিষয়টি নতুন নয়। পশ্চিম বিশ্বে এই চিকিৎসাপদ্ধতি চর্চা করার জন্য বহু পত্রপত্রিকা ও সংগঠন রয়েছে।
সংগীতের মতোই কবিতাও যে একজন মানুষের মানসিক বিপর্যয়ে পথ্য হয়ে উঠতে পারে এবং এর যে একটা বিপুল সম্ভাবনা রয়েছে, তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। কিন্তু এই বিপুল কবিতাপণ্যকেন্দ্রিক গবেষণা লক্ষ করলে দেখা যাবে, নমুনাস্বরূপ যেসব কবিতা ব্যাবহাত হয় সেগুলির সিংহভাগই ইংরেজি ভাষার। ব্যালাভাষার ঐশ্বর্যময় কবিতাসম্ভার সেই আলোচনায় প্রায় ব্রাতা। এই সন্দর্ভমালায় বাংলা কবিতার নানান মনোবৈজ্ঞানিক প্রয়োগের সম্ভাবনা পাঠক ও গবেষকের সম্মুখে তুলে ধরবার একটি আন্তরিক প্রয়াস করেছেন লেখক। কবিতা যে শুধুই বিমূর্ততার চর্চা নয়, তার অনুধাবন যে মানুষের মনের ভাবপরিবর্তন করতেও বৈজ্ঞানিকভাবেই সক্ষম, এটুকুই তুলে। বরা এই প্রচেষ্টার প্রধান এবং একমাত্র উদ্দেশ্য।
লেখক পরিচিতি :
শুদ্ধেন্দু চক্রবর্তীর জন্ম ১৯৮০ সালে, কলকাতায়। কবিতাজগতে প্রবেশ লিটল। ম্যাগাজিনের হাত ধরে। ২০১৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ। 'আকাশপালক'। এযাবৎ প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা মোট ন-টি। কবিতা রচনার পাশাপাশি শুদ্ধেন্দু নিয়মিত প্রবন্ধ, ছোটগল্প ও উপন্যাস লেখেন। এসব নিয়ে পৃথকভাবে প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি গ্রন্থ। এসবের বাইরে তাঁর মগ্ন হওয়ার আরও একটি ক্ষেত্র হল। সংগীত। মূলত শাস্ত্রীয় ও পুরাতনী বাংলা গানের চর্চা করেন নিজস্ব তাগিদে, অন্তরালে। সম্পাদনা করেন একটি অনিয়মিত সাহিত্যপত্রিকা। 'শামিয়ানা'।
পেশায় মনোরোগ বিশেষজ্ঞ শুদ্ধেন্দু বেশ কয়েক বছর ধরে মনোরোগ ও শিল্পকলার অন্তর্বর্তী যোগাযোগ অন্বেষণ করে চলেছেন নিজের মতো করে। এনিয়ে বন্ধ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ওয়ার্কশপ-এ অংশগ্রহণও করেছেন। 'ষষ্ঠাংশবৃত্তি' এই লেখকের প্রথম প্রবন্ধসংকলন। মনোগবেষণামূলক এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ২০১৯ সালে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি