শিবাজী ও মহারাষ্ট্র
চারুচন্দ্র দত্ত
সমীক্ষা - ড. বারিদবরণ ঘোষ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক সাহিত্যিক স্বাধীনতা সংগ্রামী চারুচন্দ্র দত্তের অন্যতম রচনা 'শিবাজী ও মহারাষ্ট্র।' লেখকের কথায় 'কলকাতা বিদ্যাপীঠ(কলকাতা বিশ্ববিদ্যালয়,) এর কর্তৃপক্ষগণ প্রধানত শ্রীযুক্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাকে এই পুস্তক লিখিবার ও প্রকাশ করিবার সুযোগ দিয়াছেন।''
চারুচন্দ্র দত্ত ছিলেন স্বতন্ত্র ধারার সাহিত্যিক। তিনি স্ব-তন্ত্রে আস্থাবান ছিলেন। রবীন্দ্রনাথ পর্যন্ত তাঁর স্বাতন্ত্র্য কে মর্যাদা দিয়েছেন। প্রখ্যাত প্রাবন্ধিক ড.বারিদ বরণ ঘোষের কথায়-- এক, তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক। দুই, তিনি পয়লা নম্বরের দেশপ্রেমিক। প্রকৃতপক্ষে চারুচন্দ্র দত্ত সম্পর্কে আমাদের জানাশোনা খুবই কম।'
"শেষ সপ্তকে"র বিয়াল্লিশ সংখক কবিতাটি রবীন্দ্রনাথ চারুচন্দ্র দত্ত প্রিয়বরেষু' কে উদ্দেশ্য করে লিখেছেন-- আজ বিপুল হলো সমস্যা
বিচিত্র হলো তর্ক
দুর্ভেদ্য হলো সংশয়;
আজকের দিনে
সেইজন্যই এত করে বন্ধুকে খুঁজি,
মানুষের সহজ বন্ধুকে
যে গল্প জমাতে পারে।
যদিও আলোচ্য গ্রন্থটি ইতিহাস। এখানে তিনি সঠিক ইতিহাস তুলে ধরেছেন।
পুরো লেখাটাই তথ্যপূর্ণ। তিনি শিবাজী ও মহারাষ্ট্রে দুটি চরিত্র শিবাজী এবং গুরু রামদাস স্বামীকে মহাপুরুষ বানান নি। শিবাজী মহারাষ্ট্রীয় জাতি ও জাতীয়তাবাদ কে জাগ্রত করেছিলেন।গুরু রামদাস স্বামী ছিলেন তাঁর দার্শনিক মন্ত্রণাদাতা। জাতি এবং রাষ্ট্রের ধারণা তিনি লাভ করেছিলেন তাঁর গুরুর কাছ থেকে। স্বামী বিবেকানন্দের কাছে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ছিলেন যেমন দর্শন স্তম্ভ। তেমনি শিবাজির কাছে রামদাস স্বামীও ছিলেন তাই।
তাই ১৯৪০ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণক্রমে প্রদত্ত পরে উক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রকাশিত হয় গ্রন্থ "রামদাস ও শিবাজী"। যা তৎকালীন প্রখ্যাত পণ্ডিতগণ কর্তৃক উচ্ছসিত প্রশংসা লাভ করেছিল। সেই প্রায় দুষ্প্রাপ্য বইটিকে একালের পাঠকের কাছে নিয়ে এলো মৌসুমী প্রকাশনী।
এই গ্রন্থের সমীক্ষা করেছেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি বারিদ বরণ ঘোষ। "পুরোনো কথা"--আবার শুনি শীর্ষক ভূমিকায় তিনি অনেক অজানা চারুচন্দ্রকে তুলে ধরেছেন সাহিত্যিক উৎকর্ষতায়। পাঠকের কাছে আমাদের নিবেদন অপরিসীম গ্রহণযোগ্যতা সম্পন্ন এই গ্রন্থটি আপনাদের জানার পরিসরকে আরো সমৃদ্ধশালী করবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.