সরস গল্প নিরস গল্প
কৌশিক চট্টোপাধ্যায়
চরম কর্মব্যস্ততা, পেশাদারিত্ব, সম্পর্কের ভাঙা-গড়া ,জটিলতা এবং চারপাশে গোমড়াথেরিয়ামদের ভীড়ে নির্মল হাস্যরস আজ সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে ৷
কখনো কখনো অন্যর মুখের হাসি দেখার জন্য, নিজের কান্না লুকিয়ে রাখার নামই হয়তো জীবন ৷
সার্কাসের জোকারের কথা মনে হয় , যারা নিজের দুঃখের কথা ভুলে দর্শককে মনোরঞ্জন করাই একমাত্র ব্রত হিসাবে নিয়েছেন ৷দর্শকের মুখে হাসি বা নির্মল আনন্দ প্রদানই তাদের জীবনের একমাত্র লক্ষ্য ৷
চার্লি চ্যাপলিন বলেছেন ,”A day without laughter is a day wasted.”
হাসির মত ভালো ব্যায়াম শরীরের জন্য কিছু হয়না বলেছিলেন অ্যারিস্টটল ৷
বিভিন্ন সময়ে লেখা হাস্যরসাত্মক লেখা গুলো একত্র করে এই সংকলন ৷অনেক সময়ে হাসির মধ্যেই লুকিয়ে থাকে বেদনার ফল্গুধারা ৷হাসির আড়ালে বোধহয় অব্যক্ত অনেক কান্না জমে থাকে ৷ শরতের মেঘের মতো রোদ আর মেঘের খেলার মধ্যে যেমন হঠাৎ বৃষ্টি আসে আবার বৃষ্টি থেমে ঝলমলে রোদে চারদিক ভাসিয়ে দেয় তেমনি জীবনেও হাসি -কান্না ,সুখ -দুঃখ পাশাপাশি চলতে থাকে৷ আমরা দুঃখকে ভুলতে হাসির আড়াল করি ৷ কখনো জীবন হয়ে ওঠে হাসি কান্নার কোলাজ৷ এটাই বোধহয় জীবনের সার্থক জলছবি ৷
তাই জীবন কখনো সরস বা কখনো নীরস গল্প ৷
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি