সৌখীন নাট্যকলায় রবীন্দ্রনাথ
হেমেন্দ্রকুমার রায়
সাহিত্য এবং চারুকলায় অতুলনীয় ও বিস্ময়কর প্রতিভার অবতার রবীন্দ্রনাথের বিভিন্ন বিশেষত্ব নিয়ে বহু পণ্ডিত, চিন্তাশীল ও লিপিকুশল ব্যক্তি অসংখ্য তার আলোচনাক্ষেত্রে দেখা দিয়েছেন। কিন্তু, রূপদক্ষ রবীন্দ্রনাথের সমগ্র নাট্যজীবন নিয়ে একটি ধারাবাহিক পৃথক আলোচনা সাধারণ পাঠকের কাছে সেভাবে পরিবেশিত হয়নি। রবীন্দ্রনাট্যের গভীরতাকে সহজ সরল গদ্যে, লেখার মুন্সীয়ানায় ফুটিয়ে তোলার কাজটিই করেছেন হেমেন্দ্রকুমার রায়। রবীন্দ্রশতবর্ষে প্রকাশের সময়ই এই গ্রন্থ পাঠক-সমাজে তুমুল জনপ্রিয়তা লাভ করে। অ্যাডভেঞ্চার, রহস্য-রোমাঞ্চ কাহিনীর লেখক হিসেবেই হেমেন্দ্রকুমারের জনপ্রিয়তা পাঠক-সমাজে অধিকতর হয়ে উঠলেও এই রবীন্দ্রনাথের নাট্যকলা প্রসঙ্গে হেমেন্দ্রকুমার রায়ের অসামান্য গ্রন্থটি নিঃসন্দেহে এক চিরকালীন সংযোজন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি