তবকাত-ই-নাসিরী
মিনহাজ-ই-সিরাজ
'তবকাত-ই-নাসিরী' ফার্সি ভাষায় লিখিত একটি বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ। এর রচয়িতা সুলতান আমলে দিল্লির প্রধান কাজি ও ইতিহাসবিদ মিনহাজ-ই-সিরাজ। ১২৬০ খ্রিস্টাব্দে মোট তেইশ অধ্যায়ে সমাপ্ত করেন এই বিশাল গ্রন্থ। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ-এর নামানুসারে গ্রন্থের নামকরণ করেন 'তবকত-ই-নাসিরী'। লেখক গ্রন্থে মুসলিম জাহানের ইতিহাস তুলে ধরেছেন এবং চারটি অধ্যায়ে ভারতবর্ষের ইতিহাস তুলে ধরা হয়েছে।
ফর্সি ভাষায় তবকত হল কাহিনি। তবকাত হল কাহিনিসমূহ। নাসিরুদ্দিনের কাহিনিসমূহ অর্থে তবকাত-ই-নাসিরী। তবে এ গ্রন্থে শুধুমাত্র নাসিরুদ্দিনের গুণকীর্তন করা হয়নি, তৎকালীন ভারতবর্ষের আর্থ-সামাজিক ইতিহাসও লিপিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি বাংলার ইতিহাসের প্রামাণ্য চিত্র এই গ্রন্থটি। ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি কর্তৃক বাংলা বিজয় এবং বাংলায় মুসলিম যুগের সূচনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখানে গ্রন্থিত হয়েছে। এই কারণেই বাংলায় মুসলিম যুগের ইতিহাস নিয়ে গবেষণার ক্ষেত্রে 'তবকাত-ই-নাসিরী' গ্রন্থটি পথিকৃৎ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি