দেবেন্দ্রনাথের আত্মজীবনী বাংলা সাহিত্যে-সমাজে এক বিশেষ জায়গা করে নিয়েছে। ব্রাহ্মসমাজের গড়ে ওঠা ও বিকাশের সূচনালগ্ন, অর্থনৈতিক দায়গ্রস্ত ঠাকুরবাড়ির এক বিশেষ পর্ব, প্রাকৃতিক শোভাবর্ণনায় গদ্যভঙ্গি-এ সবই আত্মজীবনীর সম্পদ।
পরিশিষ্টে যোজিত হয়েছে ব্যক্তিপরিচয়, দেবেন্দ্রনাথের ভ্রমণপঞ্জি, সভা-সমিতি ও আনুষঙ্গিক আরও নানা বিষয়। সবশেষে অপরের চোখে দেবেন্দ্রনাথের ছবিটি ধরা আছে। ব্যক্তি দেবেন্দ্রনাথ এতে আরও স্পষ্ট, আরও উজ্জ্বল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি