তাঁতি পাড়ার আখ্যান
মনোহর বসাক
তাঁতশিল্পী-গোষ্ঠীর জীবনচর্যা নিয়ে লেখা। একদা এই তাঁতি-গোষ্ঠীর বসতি ছিল বাপ পিতামহের স্থায়ী ভিটেতে ওপারে, সেখানে জীবনযাত্রা তাদের যতটা সরল-সোজা ছিল, এপারে এসে তা পায়নি। উপড়ানো শেকড় টেনে তুলে এনে অন্যত্র পুনপ্রোথিত করা সহজ কর্ম নয়। এবং তা করতে গিয়ে কত যে জল ঘোলা! তারই চিত্র তুলে ধরার চেষ্টা হয়েছে এখানে।
সাতচল্লিশের ভারত ভাগ আর একাত্তরের পাকিস্তান ভাগ-মধ্যবর্তী সিকি শতকের কিছু বেশি সময় ধরে চলেছে গোষ্ঠীবদ্ধ এই শিল্পীদের পরিযান। পরিযান পর্বে ও তার আগে পরে ঘটনা প্রবাহ বয়েছে সীমানার উভয় পাড়েই। প্রাসঙ্গিক ভাবে তাই উভয় পাড়কেই টানাপোড়েনে বুনতে হয়েছে লেখককে কাহিনীর পরিস্ফুটন ও সামঞ্জস্য বিধানের জন্য। লেখক তাঁতি-সন্তান বলেই হয়তো মাকুতে সুতো বোনার মতোই হয়েছে নিপুণ ও মায়াময় এক সমাজচিত্র। শুধু কাহিনি নয়, যেন তাঁতিজীবনের গবেষণাগ্রন্থ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি