সিকিম ও দার্জিলিঙের পার্বত্য উপজাতি লেপচাদের ইতিহাস
সোনালী চন্দ
প্রচ্ছদ : অভিষেক চ্যাটার্জী
কাঞ্চনজঙ্খা দর্শন বা পাহাড়ি মোমোর সুঘ্রাণ। চা বাগিচার সবুজ কিংবা পাহাড়-পেঁচিয়ে ওঠা পথ-অসংখ্য আকর্ষণ ছড়িয়ে আছে সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে। আর সেইসব স্থানগুলির মধ্যমণি সদাহাস্য সরল মানুষগুলো।
সিকিম ও দার্জিলিঙের বিভিন্ন পাহাড়ি জনজাতির মধ্যে অন্যতম লেপচা উপজাতি। ঐতিহ্যমণ্ডিত এই উপজাতি আজ অবহেলিত। বাংলা ভাষায় এই প্রথমবার একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচিত হল শুধুমাত্র লেপচা জনজাতিকে কেন্দ্র করে।
লেপচাদের ইতিহাস সুপ্রাচীন। বিভিন্ন অধ্যায়ে সজ্জিত এই গ্রন্থে আলোচিত হয়েছে তাদের উৎস, রীতিনীতি, আচার-অনুষ্ঠান, সামাজিক-ভৌগোলিক দিক। সংস্কৃতি, ভাষা, গৃহনির্মাণ, খাদ্যাভ্যাস, লোককাহিনী, ঐতিহ্য, জীবিকা ও অর্থনীতি, পোশাক, আকৃতি, ধর্মীয় প্রভাব, লৌকিক আচার, হস্তশিল্প, কলা, কারুশিল্প, শাস্ত্রীয় সঙ্গীত ও বাদ্যযন্ত্র এবং আরও বহুকিছু।
লেপচাদের উৎসের পৌরাণিক তত্ত্ব থেকে বর্তমানের ভাষা আন্দোলন অবধি দীর্ঘ পরিভ্রমণ রয়েছে অসংখ্য দুর্লভ চিত্রে সজ্জিত হয়ে। ভ্রমণপিপাসু বা সাহিত্যপ্রেমী-উভয়েই রসাস্বাদন করবেন আশা রাখি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি