উপন্যাসে অতীত : ইতিহাস ও কল্পইতিহাস
মীনাক্ষী মুখোপাধ্যায়
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের প্রাক্তন অধ্যাপিকা মীনাক্ষী মুখোপাধ্যায় দ্য টোয়াইস বর্ন ফিকশন (১৯৭১), রিয়ালিজম্ অ্যান্ড রিয়্যালিটি (১৯৮৫), দ্য পেরিশেল্ এমপায়ার (২০০০) প্রভৃতি গ্রন্থে ভারতীয় কথাসাহিত্য, ভারতে ইংরেজি সাহিত্যপাঠ, ভারতীয় সাহিত্যে পাশ্চাত্যের অভিঘাত ইত্যাদি বিষয়ে গভীর অন্তর্দৃষ্টিসমৃদ্ধ বিচারের প্রসাদে যে অবিসংবাদিত প্রতিষ্ঠা অর্জন করেছেন, তাঁর প্রথম বাংলা গ্রন্থে তা অক্ষুণ্ণ রইল। বাংলা, হিন্দি ও ইংরেজিতে ১৮৬০-১৯৪০ সালের মধ্যে লেখা ইতিহাসাশ্রিত উপন্যাসে তিনি যেমন জাতীয়তাবোধের উন্মেষের সঙ্গে অন্য ইতিহাসচিন্তার যোগ লক্ষ করেছেন, তেমনই আবার টড-এর রাজস্থান আখ্যান বা রেনল্স-এর লন্ডন রহস্যের বাইরেও প্রাক্-যথার্থবাদী দেশজ সুফি মসনবি, কিস্সা, দাস্তান, তিলিস্ম, ঐয়ারী ধারার মধ্যে তার আখ্যানধর্মের বীজ সন্ধান করেছেন। বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র দত্ত, হরপ্রসাদ শাস্ত্রীর পাশাপাশি দেবকীনন্দন খত্রী, হরিনারায়ণ আপটে, কিশোরীলাল গোস্বামী, শরার, রিসবুড, রামন পিল্লাই প্রমুখ অন্য ভারতীয় ভাষার দিকপালরাও এখানে উপস্থিত। সাম্প্রদায়িকতা ও লিঙ্গচেতনার আভাসও তাঁর দৃষ্টিতে বারবার ধরা পড়েছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.