বারাণসী তীর্থ পথে-পথে ঘাটে-ঘাটে
স্বামী অচ্যুতানন্দ
এ এক অনন্য যাত্রাপথের বর্ণনা। ইতিহাসের পালাবদলের সঙ্গে সঙ্গে কাশী নাম বদলে হয়েছে বারাণসীতে। নামের সঙ্গে বদলে গেছে তার চেহারাও। স্বামী অচ্যুতানন্দের লেখায় সেই কাশী ভ্রমণের কাহিনি ফুটে উঠেছে এই বইয়ের পাতায় পাতায়। তাঁর চোখে দেখা কাশী বিশ্বনাথ এবং বারাণসীর পথে ঘাটের কাহিনি নিয়ে রচিত "বারাণসী তীর্থ পথে-পথে ঘাটে-ঘাটে"।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি