শুকতারা-র ১০১ হাসির গল্প
এককালে অন্য যা-কিছুরই অভাব থাক, ছোটদের জন্যে হাসির গল্পের কোনো অভাব ছিল না। সুকুমার রায় শুধু আবোল-তাবোলের উদ্ভট কবিতাই লেখেননি, কাকেশ্বর কুচকুচে-র মতো উদ্ভট গল্পও লিখেছেন। এরপর যাঁরা এসেছেন-হেমেন্দ্রকুমার রায়, সুনির্মল বসু, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী এবং তারও পর কুমারেশ ঘোষ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শক্তিপদ রাজগুরু প্রমুখ সাহিত্যিক অনেক হাসির গল্প আমাদের উপহার দিয়েছেন। এই সময়ে হাসির গল্পের লেখকের একটু মন্দা দেখা দিয়েছে। শিবরাম চক্রবর্তী, হিমানীশ গোস্বামী, সঞ্জীব চট্টোপাধ্যায়, তারাপদ রায় তো প্রচুর গল্প লিখেছেন, অনেক ভিন্ন ধরনের গল্পলেখকও মুখের স্বাদ পালটাবার জন্য কৌতুক রসের গল্প লিখেছেন। ফলে এই সময়েও হাসির ভাঁড়ার মোটেই শূন্য নয়।
অবশ্য 'শুকতারা' আজকের পত্রিকা নয়। দীর্ঘ সাতষট্টি বছর ধরে যে পত্রিকা ছোটদের মন জয় করে আসছে সেখানে একাল ও সেকালের অনেক লেখকই অনেক হাসির গল্প উপহার দেবেন, এটাই স্বাভাবিক। যেটা কঠিন কাজ সেটা হল, সেই প্রচুর হাসির গল্প থেকে একশো একটা মজাদার হাসির গল্প বেছে নিয়ে তোমাদের পরিবেশন করা। এই বইয়ে সেই কঠিন কাজটাই করা হয়েছে। সেকালের অনেক লেখকের গল্পই এখানে আছে, যেমন হেমেন্দ্রকুমার রায়, সৌরীন্দ্র- মোহন মুখোপাধ্যায়, সুনির্মল বসু, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নীহাররঞ্জন গুপ্ত, স্বপনবুড়ো, সুধীরঞ্জন মুখোপাধ্যায়। তেমনি আছেন একালের লেখক শিবরাম চক্রবর্তী, শৈলেন ঘোষ, বিধায়ক ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রফুল্ল রায়, বুদ্ধদেব গুহ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য এবং আরো অনেকে।প্রত্যেক গল্প সুনির্বাচিত, প্রত্যেকটি দমফাটা হাসির গল্প। মন ভালো না থাকলে এই বই হাতে তুলে নিতেই হবে।
হাসির গল্পের রকমফের আছে, বিশেষ করে সে গল্প যদি হয় 'শুকতারা'-র মতো জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত। সাতষট্টি বছর ধরে হাজার হাজার শিশু ও কিশোরের মনোরঞ্জন করে আসছে যে পত্রিকা, বাংলা রসসাহিত্যের প্রায় সমস্ত জনপ্রিয় লেখকই লিখেছেন সেখানে। সেদিনের হেমেন্দ্রকুমার, বনফুল, আশাপূর্ণা দেবী থেকে আজকের সঞ্জীব চট্টোপাধ্যায় বা নবনীতা দেব সেন কে লেখেননি এ পত্রিকায়। এত দীর্ঘ দিনের অন্তত হাজারখানেক বিচিত্র ধরনের হাসির গল্প থেকে মাত্র একশো একটি গল্প নির্বাচন করা যে কী কঠিন কাজ, এরকম কাজ যাঁকে করতে হয়েছে তিনিই সে কথা বোঝেন। যিনি মূলত হাসির গল্পই লেখেন, তিনি এ পত্রিকায় হাসির গল্পই লিখেছেন বেশ কিছু, তা থেকে একটি গল্পই আমাদের বাছতে হয়েছে। এটি একরকম অসম্ভব ব্যাপারই বলা যেতে পারে। সেই জন্য সাধারণত হাসির গল্প যাঁরা লেখেন না তাঁরাও যখন এই পত্রিকার জন্য কৌতুক- রসের গল্প লিখেছেন, আমরা সযত্নে তা সংগ্রহ করেছি। তার ফলে বিচিত্র স্বাদের গল্পে পরিপূর্ণ একটি অভিনব সংকলন হয়ে দাঁড়িয়েছে এটা।
হাসির গল্পের সংকলন হয়তো আরো অনেক আছে কিন্তু তাদের সঙ্গে এই বইটির প্রভেদ হাতে তুলে নিলেই বোঝা যাবে। সেকাল ও একালের সব হাসির লেখকই শুধু এখানে নেই, এখনকার সব জনপ্রিয় লেখকের লেখা কৌতুকরসের গল্পই আমরা সংগ্রহ করেছি। তাছাড়া প্রত্যেকটি গল্পই একসময় শুকতারার পাঠকদের আলোড়িত করেছিল। এইভাবে পরীক্ষিত উপায়ে পাঠকদের মন-জয়ী সংকলন কিন্তু আর দুটি নেই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি