২৪ নম্বর শ্যামানন্দ রোড
সবুজ মুখোপাধ্যায়
বইয়ের নাম দেখে ধারণা করা যাবে এই বই বিশ্বায়নের পূর্বে কলকাতার বেড়ে ওঠা নিয়ে। সত্তর থেকে নব্বই দশক যে কলকাতার বেড়ে উঠেছে, সেই সময় নিয়ে। প্রোমটারি দখল-রাজের বাইরে যে কলকাতা সেই কলকাতা নিয়ে। যে কলকাতার অঙ্ক খাতার ফাঁকে অমিতাভ, মিঠুন লুকিয়ে থাকতেন সেই কলকাতা নিয়ে। মানুদির টিভি দেখতে অসুবিধা হলে অ্যান্টেনা ঠিক করার সময় পাশের বাডি়তে অনুরোধ করা যেত ডিসি পাখা বন্ধ করার জন্য, সেই কলকাতা নিয়ে । সেই কলকাতা নিয়ে যেখানে সংসার পাতত 'বোরলিন'।
সেই শৈশব নিয়ে, যে শৈশব এঁটে যেত হিন্ডিলিয়ামের টিফিন বক্সে।
সোশ্যাল মিডিয়া পূর্ববর্তী বিশ শতকের গোড়ায় এই বই নিয়ে পাঠকমহলে যে উন্মাদনা, তার সাথে অনেকেই পরিচিত। এবার আপনিও পরিচিত হন সেই কলকাতার সঙ্গে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি