আব্দুল জব্বার রচনা সংগ্রহ ১
আব্দুল জব্বার
সংকলন ও সম্পাদনা : মোস্তাক আহমেদ | গৌতম সাহেদী
বাংলার চালচিত্র। লেখা পড়ে সাগরময় ঘোষ নিজে ঠিক করেছিলেন এই নাম।
দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে বেরোচ্ছিল বাংলার চালচিত্র। শোনা যায় বাংলার এক অখ্যাত গ্রামের, কৌলিন্যহীন, ম্যাট্রিক পাশ, জুটকল শ্রমিকের লেখা সাগরময় ঘোষ নিজে উদ্যোগ নিয়ে ছেপেছিলেন।
তাঁর জীবনের প্রথম লেখা 'ইলিশমারির চর'। প্রথম উপন্যাসেই নড়েচড়ে বসেছিলেন বাংলার পাঠকূল।
তাঁর সমস্ত লেখাই আসলেই বাংলার চিত্র। বাংলার চালচিত্র। সেই বাংলা যে বাংলায় নিয়ত চরম দারিদ্র, অবহেলাতেও 'হিন্দু-মাসলমান'- একই গ্রামপল্লীতে বাস করেছেন। একই সাথে ডিঙি ভাসিয়েছেন। একসাথেই বাজারে মাছ বেচেছেন সেই ভদ্রমানুষদের যাঁরা চিরকাল তাঁদের বিভেদে রাখতে চেয়েছে।
সেই অপরূপ বাংলার গ্রাম-নগর-মাঠ-পাথার-মানুষ ফিরে ফিরে এসেছে তাঁর লেখায়। সেই বাংলাকে জানা অসম্পুর্ণ থেকে যাবে তাঁর লেখা পাঠ না করলে।
অবেশেষে আাব্দুল জব্বারের রচনা সংগ্রহ প্রকাশ পেতে চলেছে| খণ্ডে খণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ যাবতীয় লেখাপত্র প্রকাশ পাবে|
প্রথম খণ্ডে রয়েছে তিনটি উপন্যাস
১. ইলিশমারির চর ২. মাটির কাছাকাছি ৩. বিদ্রোহী বাসিন্দা|
সঙ্গে ইলিশমারির চর সংক্রান্ত চিঠিপত্র এবং অন্যান নথি|
লেখক পুত্রের লেখককে নিয়ে স্মৃতিচারণ
জীবনপঞ্জি
গ্রন্থপঞ্জি
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি