আধনিক বাঙালির আধুনিকতা
সম্পাদনা : শিবাশিস দত্ত
প্রকাশকের কথা :
আজ দেশ উত্তাল। অধিকাংশ বাঙালির ঘুম কেড়ে নিয়েছে নাগরিকত্ব আইন। এই সময় দাঁড়িয়ে 'আধুনিক বাঙালির আধুনিকতা' বইটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। বছর খানেক আগে এই বইটি পরিকল্পনা গ্রহণ করা হয়। যত দিন গেছে বইটির গুরুত্ব বেড়েছে।
যে-বাঙালি মনন ও মেধায় এতটা এগিয়ে, আজ সে কেন আক্রান্ত? এই সমস্যা যদি আতস কাচের তলায় রাখা যায়, কী ফুটে উঠবে? কারা আধুনিক বাঙালি? আধুনিক বাঙালির আধুনিকতাই-বা কী? সম্পাদকের কথায় 'বাঙালি জীবন, তার অতীত ও বর্তমানের নানা রূপকে নেড়েচেড়ে দেখার ভাবনা অথবা চল আছে, কিন্তু বাঙালি-আধুনিককে যথার্থ চেনার উপায় কী?'
এই প্রবন্ধ সংকলনটি সময়ের একটা দলিল বলা যায়। শিবাশিসবাবুর কাছে আমরা 'তবুও প্রয়াস'-এর পক্ষ থেকে কৃতজ্ঞ এমন একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নেওয়ার জন্য। সেইসঙ্গে লেখকদের কাছেও কৃতজ্ঞ।
কারণ, তাঁদের লেখা না পেলে এ-বই প্রকাশ সম্ভবই হত না।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি