আদিবাসীদের সৎকার পদ্ধতি
শুভেন্দু দেবনাথ
হিন্দুদের মতোই সাঁওতালরাও মৃতদেহ দাহ করে। এবং দাহ প্রকার পদ্ধতিটিও এক, কাঠ অথবা বর্তমান প্রযুক্তিগত বৈদ্যুতিক চুল্লিতেই দাহ করে থাকেন তারা। তবে দাহ করার আগের উপাচার কিন্তু হিন্দুদের মত নয়। আরও একটি বিষয় হল সব ক্ষেত্রেই কিন্তু এই আদিবাসী জনগোষ্ঠী মৃতদেহ দাহ করে না। অন্যান্য মৃতদেহ দাহ করা হলেও অন্তঃসত্ত্বা নারী এবং শিশুর মৃতদেহ তারা দাহ করে না। সাঁওতাল সমাজে মৃত্যুকে ঘিরে যে সকল ক্রিয়াচার পালিত হয় তাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি মৃত্যুর পর ডাহী (শ্মশান) পর্যন্ত পালনীয় লোকাচার, দ্বিতীয়টি শ্মশান বা ডাহী থেকে ফিরে পালনীয় লোকাচার।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি