অগ্নিযুগ : আমার আত্মকথা
গ্রন্থ সংকলন ৯ : বিপ্লব-বিদ্রোহ-স্বাধীনতা
শ্রীবারীন্দ্রকুমার ঘোষ
সম্পাদকের নিবেদন :
"অগ্নিযুগের অগ্ন্যুৎসারী আবহ নির্মাণে সর্বাগ্রে উঠে আসে নেতা বারীন্দ্রকুমার ঘোষের নাম। নিয়মতান্ত্রিক রাজনীতির করুণতম দশার পরিপন্থী বোমার রাজনীতি, হিংসার রাজনীতি যে মুক্তি সংগ্রামের উৎকৃষ্টতম পথ, সে কথা জীবনচর্চায় প্রমাণ করেছিলেন বারীন। শ্রীঅরবিন্দের দিব্যজ্ঞানের সম্ভারের পাশে প্রিয়মান মনে হলেও ভাই বারীনের জ্ঞানের প্রভা সংবাদপত্র, পত্রিকার সম্পাদনা কর্মে প্রমাণিত। তবে বারীনের বৈপ্লবিক চরিত্র কখনই প্রশ্নচিহ্নের অতীত থাকেনি। আলিপুর বোমা মামলার সমকালে পুলিশি জিজ্ঞসিবিাদে বারীনের জবানবন্দি নিয়ে বিপ্লবী দলগুলির মধ্যে ঘাত অভিঘাতের প্রসঙ্গ এসেছে। স্বয়ং শ্রীঅরবিন্দের মনে উঠেছে বারীন প্রসঙ্গে প্রশ্ন। বারীন পন্ডিচেরী আশ্রমে আশ্রয় নিতে স্বচ্ছন্দ বোধ করেননি। মনের সম্ভাপ তিনি প্রকাশ করেছিলেন রবীন্দ্রনাথের সাথে পত্রালাপে। বিপ্লবচিন্তা না অন্তর্ঘাতের কথা? কোন খাতে হবে বারীনের চরিত্রের মূল্যায়ন? পাঠক সেই ব্যাখ্যা খুঁজে নিতে পারে বারীনের লেখনীতে।"
--সৌম্যব্রত দাসগুপ্ত সৈকত নিয়োগী
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি