আহাম্মকের রবীন্দ্রচর্চা
সন্দীপন সেন
প্রবন্ধ সংকলন
জন্মের সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালিদের কত হইচই, কত গান, কত সেমিনার, কত বইপত্র। আড়ম্বরের এই ঢক্কানিনাদে কোথায় হারিয়ে গেলেন বাঙালি জীবনের সেই পুরুষোত্তম নায়ক, যিনি প্রায় এককভাবে মুক্ত করতে চেয়েছেন বাংলা ভাষাকে সংস্কৃতের দাসত্ব থেকে, শিক্ষাকে শাসনের বেড়াজাল থেকে আর মানুষকে জাতীয়তাবাদের মোহ থেকে? গুরুদেব-মূর্তির অন্তরালে কি হারিয়ে গেল তাঁর প্রতিবাদী, প্রতিরোধী, সংগ্রামী চেহারা? এইসব প্রশ্ন থেকেই শুরু হয়েছে আহাম্মকের রবীন্দ্রচর্চা। রবীন্দ্রনাথের ব্যক্তিজীবনকে কলুষিত করার অপচেষ্টা, তাঁকে রাস্তার আবর্জনা করে তোলার প্রয়াস-এর উলটোপথে হেঁটে এ-বইয়ের প্রকাশ। সময়ের বিপরীত স্রোতে যিনি হাঁটতে চান, তিনি তো নিজেকে আহাম্মক বলেই মনে করবেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি