আমাদের দেবদেবী : বৈদিক থেকে লৌকিক
বৈদুর্য্য সরকার
পৌরাণিক বা শাস্ত্রীয় ব্যবস্থার বাইরে মানুষের মনে লোকায়ত দেবদেবীরা মিশে আছেন জন্ম-মৃত্যু-রোগ-শোক-হাসি-কান্নার সাথে। আদিম টোটেম বা জাদুর প্রভাব এদের ওপর পড়েছে বলেও ভাবা যেতে পারে। নদীমাতৃক ও কৃষিপ্রধান অঞ্চলে প্রাচীন প্রকৃতি বা বৃক্ষপুজোর রীতিকে ঘিরে এদের সৃষ্টি হয়েছিল বলা যেতে পারে। শস্য বা উদ্ভিদের পুজোও সে প্রসঙ্গে দেখা যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি