তিনশো বছরের যাত্রাশিল্পের ইতিহাস
গৌরাঙ্গপ্রসাদ ঘোষ
যাত্রাশিল্পের ইতিহাস বলতে কী বুঝব? সাধারণ বিবেচনা বলে, কোন্ কোন্ পালা লেখা হয়েছে, কারা কারা যুক্ত ছিলেন তাদের সঙ্গে, পালাকার, নির্দেশক,দলের নাম, বিষয় বা প্রযোজনার টুকিটাকি তথ্য, এইটুকুই পাওয়া যাবে এই ধরনের বই থেকে। যাঁদের কথা কেউ বলে না এই শিরোনামে গৌরাঙ্গপ্রসাদ কিন্তু এমন অনেক কলাকুশলীর প্রসঙ্গ এনেছেন, প্রথাগত ইতিহাসে হয়ত যাদের জায়গা পাওয়ার কথা নয়। বিস্তৃত এইসব শিল্পীদের নাম এবং কাজের ধরন শুধু নয়, ঘনিষ্ঠ পরিচয়ের সূত্রে তাঁদের সংক্ষিপ্ত জীবনকাহিনী পর্যন্ত তুলে দিয়েছেন গৌরাঙ্গপ্রসাদ, যাকে আমি অন্তত এ বইয়ের অমূল্য সংযোজন বলে মনে করব। যাত্রাদলে বুকিং এজেন্ট, যাঁরা আমন্ত্রিত অভিনয়ের জন্য যোগাযোগের সেতু, রূপসজ্জাকর, পোশাক সরবরাহকারী, পরচুলনির্মাতা, বিজ্ঞাপনের দায়িত্বে থাকা কর্মী ইত্যাদি অজস্র খুঁটিনাটি বিষয় মাথায় রাখতে হয় সংগঠক বা মালিককে। তাঁদের মধ্যে সবাইকার কথা নিশ্চয় নয়, কিন্তু অনেকের কথা থেকে গেল গৌরাঙ্গপ্রসাদের এই বইয়ে, তার জন্যে আমরা তাঁকে কৃতজ্ঞতা জানাই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.