আমার বাবা কবি নীরেন্দ্রনাথ
ড. কৃষ্ণরূপ চক্রবর্তী
কবি-সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্র-পরবর্তী যুগের অন্যতম প্রধান কবি, তা সকলেই জানেন। এক বহুবর্ণ-বিশিষ্ট বহুকৌণিক ব্যক্তিত্ব তাঁর। শুধু কবিতা অবশ্য নয়, উপন্যাস, গল্প, প্রবন্ধ, আত্মজীবনী, পত্রিকা, সম্পাদনা, - সমস্ত দিকেই ছিল তাঁর প্রতিভার প্রসার ও ব্যাপ্তি। 'কবিতার দিকে', 'কবিতার কী ও কেন' এবং 'কবিতার ক্লাস' -এইসব কবিতা-বিষয়ক প্রবন্ধ এবং নির্বাচিত কবিতার পাণ্ডুলিপি এই গ্রন্থে রয়েছে। এছাড়াও রয়েছে কবির সম্পূর্ণ গ্রন্থপঞ্জি এবং একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকার। রয়েছে বেশ কিছু ব্যক্তিগত চিঠি এবং প্রচুর আলোক চিত্র। লেখক তাঁর বাবার অন্তরঙ্গ দৃষ্টি ও নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি একত্রে পাঠকমহলে দুই মলাটের মধ্যে তুলে ধরেছেন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষে বঙ্গীয় সাহিত্য সংসদের শ্রদ্ধার্ঘ্য। ---------
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একমাত্র পুত্র ড. কৃষ্ণরূপ চক্রবর্তী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের প্রাক্তন অধ্যাপক ছিলেন। অবসরের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসার হিসেবেও তিনি নিযুক্ত হয়েছিলেন। সুকুমার রায়ের উপর তাঁর গবেষণা গ্রন্থটি পাঠকমহলে সুপরিচিত। বাংলা কথাসাহিত্যের বিভিন্ন ও বিচিত্র দিক তাঁর বিশেষণাত্মক প্রবন্ধের গ্রন্থগুলিতে ছড়িয়ে আছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি