হুতোম প্যাঁচার নক্শা : নকশার আরশিতে
মহুয়া ঘোষ
উনিশ শতকের নবজাগরণের ভোরে আলোকপ্রাপ্ত বাঙালি মণীষার অন্যতম কালীপ্রসন্ন সিংহ'এর অভিনব সৃষ্টি 'হুতোম প্যাঁচার নক্শা'। বংশকৌলিনাহীন একশ্রেণীর হঠাৎ ধনী 'বাবু' সম্প্রদায়ের অধঃপতিত জীবনযাত্রার ফোটোগ্রাফিক ভাষারূপ এই নক্শা। আলোর বিপরীতে অন্ধকারের মত, উন্নত নির্বীর্যতায় আছন্ন মেরুদণ্ডহীন বাঙালির এই কদর্য স্বরূপকে লেখক জীবন্ত করে তুলেছেন। নিজে বাবু সম্প্রদায়ের প্রতিনিধি হয়েও আত্মসমালোচনা ও আত্মধিক্কারে শাসিত হয়েছেন। তাছাড়া, বাংলা গদ্যের ভবিষ্যৎ বাহন যে 'চলিত ভাষা' তাকেই কালীপ্রসন্ন এই গ্রন্থে প্রতিষ্ঠা দিয়ে গেলেন। বিষয়, আঙ্গিক, ভাষারীতি-সমস্ত দিক থেকেই 'হুতোম প্যাঁচার নক্শা 'বাংলা সাহিত্যের ইতিহাসে এক ব্যতিক্রমী দিক্ চিহ্ন, এক বলিষ্ঠ মাইলস্টোন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি