আনা ফ্র্যাঙ্কের ডায়েরী
ভাষান্তর : সুভাষ মুখোপাধ্যায়
শুধুমাত্র ইহুদি হওয়ার 'অপরাধে' হিটলারের ঘাতকবাহিনীর হাতে প্রাণ দিতে হয়েছিল অসংখ্য মানুষকে। বন্দিশিবিরের হাতে প্রাণ দিয়েছিল এক কিশোরীও। নাম তার আনা ফ্রাঙ্ক। ঘাতকবাহিনীর হাতে বন্দি হওয়ার আগে, দু'বছর দু'মাস ধরে, দিনলিপি লিখেছিল আনা। এক আশ্চর্য দিনলিপি।
এক কিশোরীর আশ্চর্য গভীর উচ্চারণে ঋদ্ধ সেই দিনলিপিরই পূর্ণাঙ্গ বাংলা রূপান্তর এই বই-আনা ফ্রাঙ্কের ডায়েরী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি