বই - যুগমানব শ্রীঅরবিন্দ
লেখক - মণি বাগচি
শাশ্বত ভারত-আত্মার বাণী-মূর্তি শ্রীঅরবিন্দ। তাঁর রাজনৈতিক জীবনের সতীর্থ ও সহকর্মী বাগ্মীশ্রেষ্ঠ বিপিনচন্দ্র পাল 'শ্রীঅরবিন্দকে' 'অতুলনীয় মহামানব' বলে অভিহিত করেছিলেন। রবীন্দ্রনাথ ও দেশবন্ধুর কন্ঠেও আমরা শুনেছি এই দেবমানবের স্তূতি। শ্রীঅরবিন্দ কে ছিলেন। কতখানি ছিলেন। সেই হিসেব-নিকাশ আমরা আজও করতে পারিনি। স্বদেশ ও স্বদেশবাসীর জন্য তাঁর আত্মত্যাগের তুলনা হয় না। অগ্নিযুগে তিনি অগ্নিতরঙ্গ তুলেছিলেন, পরবর্তীকালে তাঁরই কণ্ঠে মানুষ শুনতে পেলে জীবনের এক সর্বাত্মক আধ্যাত্মিক মুক্তির আহ্বান। 'মানুষের মধ্যেই ভগবান' আবার 'ভগবানের মধ্যেই মানুষ'। জীবনীকার মণি বাগচি বাঙালির জীবনচেতনায় বিধাতার এই চিহ্নিত মানুষটিকে আরও একবার নতুন করে পরিচয় করে দিয়েছেন এই বইটিতে।