বাঙ্গালার ইতিহাস (অখণ্ড সংস্করণ)
রাখালদাস বন্দ্যোপাধ্যায়
বাঙ্গালার ইতিহাস ভারত বর্ষের ইতিহাসের একটি ক্ষুদ্র অংশ মাত্র। ভারতের ইতিহাসে দুটি প্রকরণ। প্রথম প্রকরণ উত্তরাপথের ইতিহাস। বাঙ্গালার ইতিহাস এই প্রকরণের একটি অধ্যায় মাত্র। রাখালদাস শুধু বাঙ্গালার ইতিহাস লেখেননি, প্রতিবেশী প্রদেশেরও ইতিহাস লিখেছেন একই মনষ্কতায় । তাই বাঙ্গালার ইতিহাস শুধু ইতিহাস নয়, এ এক আকরগ্রন্থ।