অন্ধ ময়ূর আমার
জুবায়ের দুখু
তরুণ কবির প্রথম কাব্যগ্রন্থ
প্রচ্ছদ : মৌমিতা পাল
নামাঙ্কন : শুভদীপ সেনশর্মা
ভাঙা মন- ভুলে যাচ্ছি আঙিনা ভরা মায়ের চরণচিহ্ন। অস্ফুট সুরে ভেসে আসে প্রান্তরের উপমা। তুমি আমার এ কেমন সঙ্গীত? সারাক্ষণ রবীন্দ্রনাথের মতো- হিয়ার মাঝে লুকিয়ে থাকো। মায়ের রুলির পাশে তবু আমি যেন পুরাতন সিন্ধুক। বেতন ভুক্ত পাহারাদার। পাহাড়ের আদিম পথে এইভেবে হেঁটে যাই, বিধ্বস্ত জীবনের কাছে। মা যেন সেখানে আমার জন্য বিছিয়ে রাখে- তার চরণের নিচে জান্নাতুল ফেরদৌস।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.