অনুপম, শোনো
সুকান্ত সিংহ
প্রচ্ছদ : ঋত্বিক ত্রিপাঠী
"গুরু বলতেন অস্তিত্ব খুব জটিল জিনিস।কার যে কোথায় অস্তিত্ব থাকে বোঝা মুশকিল। একজন সৎচাষীর অস্তিত্ব থাকে বীজতলায়।জলে ডুবে গেলে সারারাত ঘুমুতে পারে না। একজন বোষটুমির ছিল পিতলের ছোট্ট গোপাল।নিজের শতছিন্ন কাপড়ে নজর ছিল না তার,গোপালের জন্য চুমকি বসানো কাপড় কিনত,এইটুকু মুকুটের এইটুকু ময়ূরপেখম এমন করে রাখত,দেখে অবাক হতে হয়।একজনের ছিল আমগাছ।লোকে আম পাড়লে কিছু বলত না,ডাল ভাঙলে ছুটে আসত।বলত,এমন করে আমার হাত পা ভাঙিস নে,তারচেয়ে একেবারে কেটে নে।কারো থাকে এইটে আমার বাড়ি,এইটে হল দালান।তার অস্তিত্ব ওই বাড়িটাই।দেওয়ালে কেউ আঁচড় কাটলে সারাদিন না খেয়ে থাকে। কত লোক শুধুমাত্র জুতো খুঁজে পায়নি বলে আর ঘর থেকেই বেরোলো না।
গুরু বলতেন অস্তিত্ব কার কোথায় থাকে কেউ জানে না।তুই শুধু শ্বাস নিতে থাক"।
'পারস্পরিক' থেকে নতুন করে প্রকাশিত হল সুকান্ত সিংহ'র এই গদ্যগ্রন্থ 'অনুপম,শোনো'।আরও সংযোজিত হয়ে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি