কনের খোঁজে

(0 পর্যালোচনা)

লিখেছেন/সম্পাদনা করেছেন:
রূপক সাহা
প্রকাশক:
পারস্পরিক

দাম:
₹299.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
প্রকাশক
পারস্পরিক
পারস্পরিক
(0 ক্রেতার পর্যালোচনা)

কনের খোঁজে 

রূপক সাহা 

প্রচ্ছদ : সুপ্রসন্ন কুণ্ডু 

খুব ছোটবেলায় অয়ন ওর মা-বাবা কে হারায়।ঠাম্মার মুখে শোনা কাশ্মীর বেড়াতে গিয়ে মোটর দুর্ঘটনায় তারা মারা যান।সেই থেকে ঠাম্মা চন্দ্রাবতী লাহিড়িই অয়ন কে মানুষ করেছেন।প্রায় একশো কোটি টাকার কোম্পানি মেইডলাইফকে  তিনি একাই সামলাচ্ছেন।অয়ন আমেদাবাদ থেকে এমবিএ করে ফিরে এলে চন্দ্রাবতী লাহিড়ি তাকে বিয়ের কথা বলে।কিন্তু অয়ন তো বিয়েতে বিশ্বাসই করে না।আকস্মিক চন্দ্রাবতী লাহিড়ি মারা গেলে অয়ন জানতে পারে যে কোম্পানির মালিকানা পেতে গেলে তাকে ঠাম্মার শর্ত পূরণ করতে হবে।তিরিশে পা দেওয়ার আগেই তাকে বিয়ে করতে হবে।শুরু হয়ে যায় কনের খোঁজ।আছে এক অদ্ভুত চরিত্র রাধিকারঞ্জন ব্রজবাসী। যিনি অয়ন কে দেখলেই তার মনের কথা বলে দেন।কে তিনি?আর শেষ অবধি অয়ন কিভাবে খুঁজে পেল কনে?লেখক রূপক সাহা'র কলমে টানটান এই উপন্যাস 'কনের খোঁজে '। 

লেখকের কথা : 

"রোমান্টিক কমেডি ধরনের উপন্যাস বরাবরই আমার খুব পছন্দের। একটা সময়ে রম কম চ্যানেলে এই ধরনের হলিউডি সিনেমা প্রচুর দেখতাম। পাঁচ থেকে সাতের দশকের মধ্যে বলিউড আর টলিউডেও অনেক রম কম ছবি হয়েছে।  এখন ক্রাইম স্টোরি আর সায়েন্স ফিকশন এর যুগ। পর্দায় রোমান্স বলে যা দেখানো হয়, তা চটুল বলে মনে হয়। কমেডির কাঞ্চন মূল্যও আর সে রকম নেই।

দশ পনেরো বছর আগে ভীষণ ইচ্ছে হতো, রম কম উপন্যাস লিখি। সেই সময়ে ব্যাচেলর বলে একটা ছবি দেখে এমন প্রভাবিত হয়ে ছিলাম, সঙ্গে সঙ্গে লিখতে বসে গেছিলাম। তারই ফলশ্রুতি, ক'নের খোঁজে উপন্যাসটি। পরপর একই জঁনারের তিনটে লেখা তখন লিখে ছিলাম। ক'নের খোঁজে, প্রেম যেন এক মোমবাতি আর রিয়েলিটি শো। তার পর মনে হয়েছিল, জঁনার বদলানো দরকার। পরীক্ষা নিরীক্ষা শুরু করে ছিলাম এমন ধরনের লেখার যাতে ম্যাজিক রিয়েলিজম থাকে।

ক'নের খোঁজে গল্পটা তরতর করে পড়ে যাওয়া যায়। বাপ - মা মরা নাতি অয়নকে আদর দিয়ে মানুষ করেছেন ঠাকুমা চন্দ্রাবতী । বিশাল ব্যবসা তিনি নাতির হাতে তুলে দিতে চান। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করেন, ব্যবসা সামলানোর ইচ্ছে অয়নের তো নেই- ই, সেই সঙ্গে বিয়ে করে জীবনে থিতু হওয়ারও কামনা। হঠাত অসুস্থ হয়ে চন্দ্রাবতী মারা গেলেন। শ্রাদ্ধ শান্তির পর কোম্পানির লিগাল অফিসার অয়নকে জানালেন,চন্দ্রাবতী শর্ত দিয়ে গেছেন,, তিরিশ বছর বয়সের মধ্যে বিয়ে না করলে অয়ন সম্পত্তির মালিক হতে পারবে না। তখনই অয়ন আবিস্কার করল, তিরিশ বছরে পা দিতে ওর আর মাত্র কয়েক দিন বাকি।

বান্ধবীদের নিয়ে ভালোই দিন কাটছিল অয়নের। আম্মার। অন্তিম ইচ্ছে জেনে ও  উদ্বেগের মধ্যে পড়ে গেল। বান্ধবীদের মধ্যে কাউকেই ওর বিয়ে করার কথা মনে হয়নি। ঘনিষ্ঠ এক বন্ধু জিতের কাছে অয়ন জানতে পারল,ঠাম্মা ওর জন্য একটা মেয়েকে নাকি পছন্দ করে ছিলেন। তার নাম উপালী। অয়ন ও জিৎ ঠিক করে ওরা প্রথমে উপালীর কাছে যাবে। মেদিনীপুরের মেয়ে, উপালী নিশ্চয়ই রাজি হয়ে যাবে ওর মতো ধনী ছেলেকে বর হিসেবে পেলে। কিন্তু এখানেই গন্ডগোলটা করে ফেলল অয়ন। ঠাম্মার রেখে যাওয়া একটা হিরের আংটি আর এক তোড়া ফুল নিয়ে গিয়ে প্রোপোজ করার সময়ে অয়ন  বলে ফেলল, আমি তোমাকে বিয়ে করতে রাজি। প্রোপোজ করার ধরন দেখে উপালী ছুড়ে ফেলে দিল ফুলের তোড়া।

জিৎ পরামর্শ দিল, সময় নেই। চল, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। বান্ধবীদের মধ্যে যারা তোকে বিয়ে করতে চাইত, স্বামী হিসেবে পেলে বর্তে যেত, তাদের কাছে যাই। যে রাজি হবে তাকেই বিয়ে করে ফেলবি। দুজনে মিলে গাড়িতে একজন পুরোহিতকেও সঙ্গে নিয়ে নিল এবং বিয়ের সব উপকরণও। প্রথম বান্ধবীর বাড়ি গড়িয়াতে। সেখানে যাওয়ার আগে ওদের সঙ্গে হঠাত পরিচয় হল এক অদ্ভূত পোশাকের মানুষের সঙ্গে। তাঁর নাম রাধিকা রঞ্জন ব্রজবাসী। তাঁর টুপিতে  ময়ুরের পালক। কথায় কথায় উনি বললেন, যে কাজে যাচ্ছেন, তাতে লাভ হবে না। গড়িয়ার বান্ধবীর বাড়িতে গিয়ে অয়নদের সত্যিই কোনও লাভ হল না। সেদিনই বান্ধবীটির বিয়ে। সে গায়ের ঝাল মিটিয়ে নিল এই বলে, 'আমাকে প্রত্যাখ্যান করে ভালোই করেছিলে। তোমার থেকেও ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। তার সঙ্গে আমি আমেরিকায় চলে যাচ্ছি। '

ছবি দেখে জিৎ দশ জন বান্ধবীকে বেছে ছিল। তাঁরা কেউ ব্যবসা করে, কেউ পুলিশ অফিসার, কেউ অভিনেত্রী, কেউ মডেল। অয়ন বিপাকে পড়েছে বুঝতে পেরে সবাই নানা রকম শর্ত দিতে লাগল। প্রতি বার বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার সময় অয়নদের সঙ্গে দেখা হয় ব্রজবাসী বলে সেই ভদ্রলোকের সঙ্গে আর প্রতিবার উনি নিরাশ করেন। উনি আসলে কে অয়নরা বুঝতে পারে না। তিরিশ বছরে পা দেওয়ার আগের দিন জিৎ খবরের কাগজে বিজ্ঞাপন দেয় ক'নের খোঁজে। কীভাবে অয়নের বিয়ে হল সেটাই ক্লাইমেক্স।

ব্রজবাসীই বা কে, তা বোঝা যাবে এই পর্বে। এই উপন্যাস প্রকাশিত হয়েছিল নবকল্লোল পত্রিকাতে।"

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.