অন্য ধারে
পাপড়ি চৌধুরী
অচিনপুর
সন্ধে নামে মনন জুড়ে,
ক্লান্ত শরীর যাবে পুড়ে,
জীবন যতই হোক প্রিয়,
তাও, যেতেই হবে অচিনপুরে।
অচিনপুরেও একটি আশা,
মনের কোণে বাঁধছে বাসা,
তোমার সাথে নতুন করে,
গড়ব ভুবন ভালবাসার।
একটা জীবন একটা মরণ,
একটা আমার প্রেমের ধরন,
আর পাবে না বিশ্ব ঘুরে,
এমন প্রেমের সমীকরণ।
তবুও যদি অনেক দূরে,
যাই কোনো অচিনপুরে,
তোমার প্রেমের অনন্তস্রোত,
নামবে আমার হৃদয় জুড়ে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি