অথৈ
অনুপ সেনগুপ্ত
প্রচ্ছদ পরিকল্পনা - দেবরাজ চট্টোপাধ্যায়
==========
তোমার অন্য প্রেমের পৃথিবীতে
আমি কখনোই পৌঁছোতে পারি না
সেখানেও হয়তো রৌদ্র ও মানুষের ছায়া আছে
নদীর গানে একটুকরো নীরব নীলিমা আছে
এমনকি ঈশ্বর পর্যন্ত অস্তিত্বশীল হতে পারেন সেখানে
অথচ আমি কখনোই পৌঁছোতে পারি না
কেননা সেখানে আমার অস্তিত্বে কেউ বিশ্বাস করে ন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি