বাংলার লৌকিক ধাঁধায় গণিত ভাবনা
অমল কে ভৌমিক
একই বৃত্তে তিন ভাই খেলে/ ছোট ভাই সবার দ্রুত চলে। বলুন দেখি অঙ্কের এই ধাঁধার উত্তর কী?কিংবা যদি বলা হয়, কার জন্ম পৃথিবীতে দুই মাসে হয়/ভাবিয়া চিন্তিয়া তাহা বলত নিশ্চয়! এই অঙ্কের সহজ উত্তর কী? প্রথমটির উত্তর, ঘড়ির কাঁটা।আর দ্বিতীয়টি ঋতু বা কাল। কিংবা, বাংলার লৌকিক ভাষায়, তিন ইঞ্চি বাবাজি গঙ্গাজলে ভাসে/ পাছায় তার হাত দিলে ফিকফিক করে হাসে! উত্তর হল, প্রদীপের সলতে। কারণ, একটু উসকে দিলেই, আলো বেড়ে যায়। যদি বলা হয়, এক মায়ের দুই ছেলে/ কেউ কাউকে দেখতে নারে। উত্তর হল,চোখ। আচ্ছা, এবার বলুন,দুই পায়ে আসে/ চার পায়ে বসে/ দুই পায়ে ঘষে। এক শব্দে উত্তর, মাছি।
আসলে ধাঁধা হল, যুক্তির থেকেও বুদ্ধির খেলা। আর সেটা যদি, এপার-ওপার বাংলা ভাষার দীর্ঘদিনের ইতিহাস থেকে সংগৃহীত ও সংকলিত হয়! আজকের দিনের নেট যুগে, একটি অমূল্য কাজ করেছেন গণিত শিক্ষক ও লেখক অমল ভৌমিক। বাংলার লৌকিক জীবনের নানা কথা থেকে অন্তত ২ হাজার ধাঁধা সংগ্রহ করে, অধ্যায় ভাগ করে করে, তাঁর একটি সংকলন গ্রন্থ, 'বাংলার লৌকিক ধাঁধায় গণিত ভাবনা'প্রকাশ পেয়েছে, কলেজস্ট্রিট এর 'বেস্ট বুকস' প্রকাশনার উদ্যোগে। এমনকি রাজবংশী থেকে খুলনাবাসী, সকলের লৌকিক জীবনের থেকে সংগৃহীত এই ধাঁধা। সম্ভব হলে বইটি সংগ্রহ করুন, নিজের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি