বাংলার রাজনীতির পদাবলী : দাঙ্গা-দেশভাগ থেকে দলতন্ত্র-দুর্বৃত্তায়ন ১৯৪৭-২০২২
সজল বসু
ড. রায় এর ঋজু নেতৃত্ব দিয়ে শুরু করে পরবর্তীকালে দুইবার অ - কংগ্রেসি সরকারের পতন, বামফ্রন্টের উত্থান, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে বর্তমানে তৃণমূল সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পদাবলির ধারা বিবৃত হয়েছে।
উদ্বাস্তু পুনর্বাসন, নতুন শিল্প পত্তন, বিশ্ববিদ্যালয় স্থাপন, নগরায়নের পরিকল্পনা থেকে কীভাবে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্তরে অস্থিরতা (নকশাল আন্দোলন) ও বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা, বামফ্রন্টের ক্ষমতা দখল, ভূমি সংস্কার, ক্ষমতা কুক্ষিগত হওয়া, কায়েমি চক্র, অন্তর্দ্বন্দ্ব, সন্ত্রাস, পর্টিতন্ত্রের দম্ভ ও সার্বিক নীতিগত অবক্ষয় ব্যর্থতা থেকে নেত্রী পার্টির জন্ম, তার সঙ্গে আরও বড়ো দুর্নীতি, কাট মানি, সিন্ডিকেট, চাকরি বিক্রি সর্ব ক্ষেত্রে অপশাসনের নামুনা। অন্যদিকে মুসলিম সমাজের জড়তা এবং ভোট ব্যাংকের রাজনীতির শিকার হওয়া এবং তাঁদের শিক্ষা, সাস্থ্য ও সার্বিক ভাবে সমাজে পিছিয়ে পড়া ইত্যাদির পর্যালোচনাই এই গ্রন্থের আলোচ্য বিষয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি